মেহেদী পাতা গুঁড়া (Henna Leaf Powder)
সুন্দর চুলই নারী সৌন্দর্যের মূল উপাদান। আর তাই প্রাচীন কাল থেকেই রমণীগণ চুলের বিশেষ যত্ন নিয়ে আসছেন। নানান প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন করতেন/ করেন তারা। আর সে সব প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে মূল যেই উপাদানটি ব্যবহার করা হতো তা হলো মেহেদী। মেহেদী পাতার রং-এ তারা চুল রাঙাতেন এবং চুলের যত্ন নিতেন। বহুকাল পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো মেহেদী পাতার কদর কমেনি একটুও। এখনো সৌন্দর্য সচেতন নারীরা নিজের চুল গুলোকে সুন্দর ও ঝলমলে রাখার জন্য ব্যবহার করেন মেহেদী পাতা।
আসুন জেনে নেয়া যাক মেহেদী পাতার গুন সম্পর্কে।
চুল পড়া কমাতে………
অনেকেই চুল পড়া সমস্যায় ভুগছেন। যাদের চুল পড়ে যাচ্ছে তারা চুল পড়া কমানোর জন্য মেহেদী ব্যবহার করতে পারেন। মাসে দুই বার মেহেদী পাতার গুঁড়ো পুরো চুলে লাগিয়ে ঘন্টাখানেক রেখে ধুয়ে ফেলুন। মেহেদীর সাথে আমলকীর গুড়া বা আমলকী বাঁটা মিশিয়ে নিলে আরো বেশি উপকার পাওয়া যাবে।
কন্ডিশনার হিসেবে………
কন্ডিশনার হিসেবে মেহেদীর জুড়ি নেই। দুই সপ্তাহ পরপর মেহেদী পাতার সাথে ডিমের সাদা অংশ ও পাকা কলা মিশিয়ে নিন। এরপর মিশণটি পুরো চুলে ভালো করে মেখে নিন। মাথায় শাওয়ার ক্যাপ পরে নিন। এভাবে একঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন। নিয়ম মেনে দুই সপ্তাহ পরপর ব্যবহার করলে চুলের ভঙ্গুর ভাব দূর হবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
চুল রাঙাতে……
যাদের চুল পেকে গিয়েছে অথবা একটু একটু পাকা শুরু করেছে তারা বেশ দুশ্চিন্তায় থাকেন সাদা চুলগুলো নিয়ে। কিভাবে সাদা চুল ঢাকবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। চুলের রং ব্যবহারেরও আছে নানান পার্শ্বপ্রতিক্রিয়া। তাই চুলের রঙ ব্যবহার করতে ইচ্ছে করে না। যারা এমন সমস্যায় আছেন তারা চুল রাঙাতে ব্যবহার করতে পারেন মেহেদী। মেহেদী পাতা গুঁড়ো চায়ের ঘন লিকার অথবা কফির লিকার মিশিয়ে নিন। এতে রং ভালো হবে।
খুশকি থেকে মুক্তি পেতে……
খুশকির সমস্যা থেকে রেহাই পেতেও মেহেদীর জুড়ি নেই। যারা খুশকি সমস্যাতে আছেন তারা খুব সহজেই মেহেদী পাতা ব্যবহার করে খুশকির থেকে রেহাই পেতে পারবেন। মেহেদী বাঁটার সাথে লেবুর রস মিশিয়ে পুরো মাথায় মেখে রাখুন এক ঘন্টা। এরপর চুল ভালো করে ধুয়ে ফেলুন। মাসে দুইবার ব্যবহার করলে খুশকি থাকবে না।
আমার ডালের নতুন সংযোযোন মেহেদী পাতার গুঁড়ো। আমাদের ফ্যামিলি মেম্বারগন এখন থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন চুলের প্রাকৃতিক সৌন্দর্যের এই অদ্ভুত উপাদান টি। নিঃসন্দেহে এই মেহেদী পাতার গুঁড়ো গুন এবং মানের বিচারে সর্বাপেক্ষা উন্নতমানের।
Reviews