Amar Dal

আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে

আমার ডাল

আমাদের প্রতিষ্ঠান

Amardal.com কাসেমী ডাল মিলের একটি রিটেইল প্রতিষ্ঠান। কাসেমী ডাল মিল পারিবারিক ভাবে তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছে যার ইতিহাস ১৫০ বছরেরও বেশি সময় । কৃষকের জমি থেকে সরাসরি সংগ্রহ করে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে প্রসেস করে ডাল,চাল, আটা, ঘানির সরিষার তেল সহ নানাবিধ রবিশস্য এবং মসল্লা পাইকারি বাজারে বিক্রয় করে আসছে। যা চিংড়ি মার্কাতে পাইকারি বাজারে ব্রেন্ডিং হয়। এখন পাইকারি ব্যবসার পাশাপাশি amardal.com এর মাধ্যেম সরাসরি ভোক্তার কাছে পৌছে দেওয়াই হচ্ছে কাসেমী ডাল মিলের একটি ছোট্টও স্বপ্ন । আমরা চাই পৃথিবীর বুকে এখনও যে নীতিবান সৎ ব্যবসায়ী আছেন যারা সততা এবং নিষ্ঠার সাথে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন সেটা সম্পর্কে আমাদের দেশের মানুষ অবগত হোক ।

t

উদ্দেশ্য

পাইকারি ব্যবসার পাশাপাশি আমার ডালের মাধ্যেম সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য।

প্রোডাক্ট

মেইন প্রোডাক্ট হচ্ছে দেশি ডাল, সুগন্ধি চাল, মশলা। পাশাপাশি থাকছে তেল, লাল চিনি, লাল আটা, কাবাব চিনি, টেস্টিং সল্ট, ইত্যাদি।

আমাদের স্বপ্ন

আমাদের লক্ষ্য বা স্বপ্ন হচ্ছে উন্নত মানের পণ্য গ্রাহকের কাছে সরাসরি পৌছে দেওয়া। আমরা বিশাল মুল্য ছাড় দিয়ে গ্রাহক পেতে চাই না,পন্যের গুনগত মান ও সেবা দিয়ে একজন গ্রাহককে আমাদের নিয়মিত অংশ করে নিতে চাই। মানসম্মত পন্যের আশায় আমাদের দেশের যে সকল মানুষ হন্যে হয়ে এই দোকান থেকে সেই দোকান ঘুরে বেড়ান উনাদের কে amardal.com তথা কাসেমি ডাল মিলের পরিবারের অংশ করে নিতে চাই। সমগ্র পরিবারের জন্য শুধুমাত্র উন্নতমানের পণ্য পাবেন আপনারা ঘরে বসে নিশ্চিন্তে। এই স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করছি। আমরা যেন পন্যের গুনগত মান অক্ষুণ্ণ রেখে অল্প সামান্য কিছু মুনাফা করে আপনাদের রান্নাঘরে দেশের সব চেয়ে উন্নত মানের পন্য গুলো পৌঁছে দিতে পারি ।

grocery

numbers

When Numbers Talk For Us

Item In Store

Employees

Day In Week

Muhammad Rezaul karim

Propritor

CEO Speaks

Quality Is Everything For Us

আমার ডাল কাসেমী ডাল মিলের প্রতিষ্ঠান। কাসেমী ডাল পারিবারিক ব্যবসা। যা ১৫০+ বছর ধরে পাইকারী পণ্য বিক্রি করে আসছে। কৃষকের জমি থেকে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে প্রসেস করে ডাল, চাল বিক্রি করছে, যা চিংড়ি মার্কাতে ব্রেন্ডিং হয়। এখন পাইকারি ব্যবসার পাশাপাশি আমার ডালের মাধ্যেম সরাসরি ভোক্তার কাছে পৌছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য।

join our newsletter

Best Deals To Your Mailbox

Pin It on Pinterest